Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plans

Creating poverty-free rural areas and digital rural areas.

১. ২০৪১ সালের মধ্যে উন্নত, আধুনিক  দারিদ্র্য মুক্ত পল্লী এবং ডিজিটাল গ্রামাঞ্চল গঠন ।

২. দারিদ্র্যর হার কমিয়ে আনার লক্ষ্যে সঠিক দারিদ্র্য, বেকার ও প্রকৃত গবীর সুবিধাভোগীদের মাঝে সহজ শর্তে সরকারি ঋণ প্রদান।

৩. উদ্যোক্তা তৈরির জন্য আইজিএ ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা। 

৪. প্রশিক্ষণ পরবর্তীতে কর্মে জড়িত আছে কিনা তা মনিটরিং করা।

৫. ঋণের অর্থ সঠিক খাতে  ব্যবহার নিশ্চিত করা।

৬. ঋণের অর্থ আদায়ে জোড়দার মনিটরিং করা।

৭. উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে ঋণ অর্থ  আদায়/বিতরণ করা করা।

৮. দারিদ্র্যের হার কমিয়ে আনা।