Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

১.সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পল্লী উন্নয়ন সমিতি , প্রাথমিক সমবায় সমিতির ও অনানুষ্ঠানিক দলের সদস্যদের মাঝে সহজ  শর্তে সরকারি ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। যাতে করে গরীব ও অসহায়, কর্মহীন লোক সাবলম্বী হতে পারে।

 ২.গ্রামীণ এলাকার অবকাঠামো উন্নয়নে পিআরডিপি-৩ প্রকল্পের মাধ্যমে ছোট ব্রীজ, কালভার্ট , পানি নিষ্কাশন ড্রেন, ইউড্রেন, রাস্তা সলিং, রাস্তা সিসিকরণসহ গ্রামীণ এলাকার উন্নয়নে কাজ করা যাচ্ছে। 

৩. গ্রামীণ লোকের জীবন মান উন্নয়নে ও আত্মকর্মসংস্থানে বিআরডিবি উদ্ভাবন পল্লী সৃজনের আওতায়  ’’এক পণ্য, এক ভিলেজ’’ কা্জে লাগিয়ে জুমারবাড়ী ইউনিয়নের আব্দুল্লার পাড়াা গ্রামে দর্জি পল্লী গঠন করা হয়েছে। এখানে ১৫০ জন দরিদ্র ও বেকার মহিলা সেলাই প্রশিক্ষণ নিয়ে নিয়মিত কাজে জড়িত রয়েছে। তাদে র উৎপাদিত পণ্য যেমন শার্ট, পাঞ্জাবী, ফতুয়া, টিশার্টসহ বিভিন্ন সামগ্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এই গ্রামটি এখন রোল মডেল হিসেবে কাজ করছে।